আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

রাজশাহী বারের নির্বাচনে আ.লীগের ভরাডুবি

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামীপন্থি) ভরাডুবি ঘটেছে। আর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপিপন্থি) মনোনীত প্যানেল ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়লাভ করেছে। সভাপতি-সাধারণ সম্পাদকও হয়েছেন এ প্যানেল থেকে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক-২। তার প্রাপ্ত ভোট ২৭৬। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আবু বাকার পেয়েছেন ২৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী। তার ভোট ৩০৯। তার প্রতিদ্বন্দ্বী বজলে তৌহিদ আল হাসান বাবলা পেয়েছেন ২৩১ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে একেএম মিজানুর রহমান, মাহাবুবুল ইসলাম ও অসিত কুমার স্যানাল, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) পদে আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) পদে শাজেমান আলী, হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, লাইব্রেরি সম্পাদক রিয়াজ উদ্দিন, সম্পাদক অডিট অজিমুশসান উজ্জ্বল, সম্পাদক প্রেস অ্যান্ড ইফরমেশন হাসিবুল ইসলাম কচি ও সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার রজব আলী। নির্বাচিত সদস্যরা হলেন এরশাদ আলী ঈশা, আফতাবুর রহমান, মোজাম্মেল হক-৩, রাকিবুল ইসলাম রাকিব, সিফাত জেরিন তুলি, সেকেন্দার আলী, আবদুল বারী, আহসান হাবিব রঞ্জু ও সুমা খাতুন। তাদের মধ্যে পাঁচজন অসিত কুমার স্যানাল, শাজেমান আলী, হাসিবুল ইসলাম, সুমা খাতুন ও আহসান হাবিব রঞ্জু ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। বাকিরা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজশাহীর এক নম্বর বার ভবনের দ্বিতীয়তলায় ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬০২ জন। এর মধ্যে ৫৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।