দোয়া মাহফিল
ষ মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের বাসিন্দা গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ও এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট সমাজসেবক এএন কামাল উদ্দিন মোস্তফার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন। মাহফিলে কামাল উদ্দিন মোস্তফাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেন।
ডাকাত গ্রেপ্তার
ষ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর থেকে অস্ত্র ও গুলিসহ শাহারিয়ার রুমেল নামে এক ডাকাতকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের সাহাব উল্লাহর ছেলে। পুলিশ জানায়, তাকে একটি দেশীয় এলজি বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ থানার ওসি হারুনর রশীদ বলেন, তার বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বর্ণাঢ্য র্যালি
ষ ফেনী প্রতিনিধি
‘ইনসুলিন যার দরকার, ইনসুলিন তার অধিকার’Ñ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে শুক্রবার ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ফিতা কেটে র্যালি উদ্বোধন করেন ফেনী ডায়াবেটিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান। র্যালিতে ফেনী ডায়াবেটিক সমিতির কার্যকরী পরিষদের সদস্য, হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ
ষ বাউফল প্রতিনিধি
স্বৈরাচার আন্দোলনে শহীদ সেলিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে শুক্রবার পুষ্পস্তবক অর্পণ করে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন। এ সময় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ ও নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিলে ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই শহীদ হন সূর্যসেন হল শাখার ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার।
লটারিতে কর্মী নির্বাচন
ষ নীলফামারী প্রতিনিধি
পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নীলফামারীর ডিমলা উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ জন করে দুস্থ-অসহায় বিধবা নারীকর্মী নিয়োগে শুক্রবার উন্মুক্ত লটারি করা হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী জিকরুল আমিন পাটয়ারী, এলজিইডি সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শওকত কবীর, এলজিইডি সিও আশাদুজ্জামান মানিক, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শফিকুল ইসলামসহ সাংবাদিক, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।