মাদারীপুরের রাজৈরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শুধাংশু কুমার হীরা (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে রাজৈর থানা পুলিশ। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলছাত্রীর স্বজন ও এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শুধাংশু কুমার হীরা অন্য দিনের মতো শুক্রবার ছুটির দিনেও প্রাইভেট পড়াচ্ছিলেন। ছুটির দিন হওয়ায় ৬ষ্ঠ শ্রেণির মাত্র ২ জন ছাত্রী পড়তে এসেছিল। পড়া শেষে একজনকে ছুটি দিয়ে কৌশলে আরেকজনকে আটকে রাখে। তারপর ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনা স্কুল ছাত্রীটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। এরপর তার মা বিষয়টি অভিভাবকদের জানালে তারা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এরপর বিষয়টি এলাকাবাসী টের পেয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে স্কুল সংলগ্ন কবিরাজপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে। এ ব্যাপারে অভিযুক্তের ছেলে আকাশ হীরা জানান, প্রাইভেট পড়ানো নিয়ে দ্বন্দ্বের কারণে একটি মহল আমার বাবাকে নিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা জানান, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালেয়র ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে শ্লীলতাহানি ঘটায় ওই স্কুলেরই শরীরচর্চা শিক্ষক শুধাংশু কুমার হীরা। অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, প্রাথমিকভাবে এক শিক্ষককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ছাড়াও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।