কক্সবাজারের চকরিয়ায় বৃহস্পতিবার ১ হাজার ২৮৬ পিস ইয়াবাসহ আবদুল হক মনিক ও আলমগীর হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। চকরিয়া থানার অধীন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও এসআই পারসিত চাকমার নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী লালব্রিজ এলাকা থেকে তাদের আটক করে। আটক আবদুল হক মনিক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে এবং আলমগীর হোসেন চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বিনামারা এলাকার মো. রফিকের ছেলে।