সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সেনপুর গ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। পাটকেলঘাটা কাশিপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু মুছা বুধবার সন্ধ্যায় হৃদরোগে মারা যান। ছেলের মৃত্যুর খবরে হতবিহব্বল আবু মুছার বাবা কেরামত আলী ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে ছেলের কফিনের পাশে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। পরে সেনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-ছেলের লাশ পাশাপাশি দাফন করা হয়। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।