আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

কোয়ারেন্টাইনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট-মন্ত্রী

আলোকিত ডেস্ক
| প্রথম পাতা

করোনা ভাইরাস আতঙ্কে এবার মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাগেইন বাতুলগাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এক দিনের সফরে চীন যান বাতুলগা। চীন থেকে ফিরে আসার পরপরই তাকে ১৪ দিন আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতুলগা বিশ্বের প্রথম প্রেসিডেন্ট, যাকে করোনা ভাইরাস আতঙ্কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সঙ্গে মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিনসহ অন্য যেসব কর্মকর্তা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে চীনে গেছেন, তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মন্তসেম এ খবর জানিয়েছে। তবে রাষ্ট্রীয় হাসপাতালে নাকি প্রেসিডেন্ট ভবনে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জানুয়ারিতে চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের প্রথম কোনো দেশের শীর্ষনেতা হিসেবে বেইজিং সফর করলেন বাতুলগা। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাতুলগা। তিনি দেশটির এ দুর্যোগ মুহূর্তে মঙ্গোলিয়াবাসীর পক্ষ থেকে চীনের পাশে দাঁড়ান। তবে চীন থেকে দেশে ফেরত আসার সঙ্গে সঙ্গেই বাতুলগাসহ অন্য কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 


চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ অনেকটাই বন্ধ হয়ে গেছে। চীনের সঙ্গে বাণিজ্য তো কমেছেই, তাদের রুটে ফ্লাইট পর্যন্ত বন্ধ করে দিয়েছে এয়ারলাইন্সগুলো। এমনকি চীনের নাগরিকদের তো আপাতত অন্য দেশে ঢুকতে দেওয়া হচ্ছেই না। চীন ঘুরে আসা অন্য দেশের নাগরিকদেরও ঢুকতে দিচ্ছে না অনেক দেশ।