আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ধামরাইয়ে মুজিব বর্ষ উপলক্ষে নারী ফোরাম গঠিত

ধামরাই প্রতিনিধি
| দেশ

‘মুজিব বর্ষের অঙ্গীকার, নিশ্চিত হবে নারীর অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ধামরাইয়ে উপজেলা সভাকক্ষে এলজিএসপি-৩ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে বর্তমান অর্থ বছরে উপজেলায় একাধিক জনকল্যাণমূলক স্কিম বাস্তবায়নের লক্ষ্যে নারী ফোরাম কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ছানিয়া আক্তার।