আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
| দেশ

কিশোরগঞ্জের ভৈরবে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। শুক্রবার দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে স্টেডিয়ামটির শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলীসহ ৬ জন জাতীয় দলের খেলোয়াড়। এছাড়াও উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা প্রমুখ।