চট্টগ্রাম নগরীতে তিন চাকার টিকটিকি গাড়ির ধাক্কায় শ্রমিক, ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা-সংলগ্ন বগাইল নতুন টোল ঘরের সামনে পাথরবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। অন্যদিকে যশোরে চালক-পথচারী, পাবনায় দুই ও গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার মুসলিম হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রফিক (৩৫) কিশোরগঞ্জ জেলার সিরাজ মিয়ার ছেলে। তিনি রিয়াজউদ্দিন বাজার এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, শুক্রবার সকালে রেয়াজউদ্দিন বাজার যাওয়ার পথে একটি তিন চাকার টিকটিকি গাড়ির ধাক্কায় গুরুতর আহত রফিক। স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে গিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শুক্রবার সকালে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা-সংলগ্ন বগাইল নতুন টোল ঘরের সামনে পাথরবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল ইউনুচ। তিনি ওই সময় দায়িত্ব পালন করছিলেন। নিহত ইউনুচ বরিশাল জেলার বানানীপাড়া উপজেলার সোনাহার গ্রামের মৃত্যু কাঞ্চন শিকদারের পুত্র। এ ঘটনায় মামলা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, ইউনুচ ১৫ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় যোগদান করেন। আমাদের পুলিশের একটি টিম মহাসড়কে দায়িত্ব পালন করছিল। এ সময়ে ভাঙ্গার দিক থেকে মাওয়ার দিকে পাথরবোঝাই একটি ট্রাক রাস্তার উল্টা দিক দিয়ে চালাচ্ছিল। কনস্টেবল ইউনুচ টোল ঘরের ওয়াশরুমে যাচ্ছিল, তখন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও হেলপার আরিফকে আটক করা হয়েছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে জেলার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ড্রাইভার ও হেলপারের নামে থানায় হত্যা ও সড়ক আইনে মামলা হয়েছে। নিহতের স্ত্রী ছালমা বেগম বিলাপ করে বলেন, আমার স্বামী বরিশালের কাটাখালী থানা থেকে বদলি হয়ে ১৩ দিন ধরে ভাঙ্গা হাইওয়ে থানায় যোগদান করেছেন। শুক্রবার আমাকে নিয়ে ভাঙ্গায় নতুর ভাড়া বাসায় ওঠার কথা ছিল। আমার একমাত্র সন্তান ফাহাদের এখন কী হবে?
যশোর : যশোরের বাঘারপাড়ায় ট্রাক দুর্ঘটনায় পথচারী ও ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের এক আরোহী আহত হন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় মাগুরামুখী মাটি বহনকারী একটি ট্রাক পথচারী বরুয়া ওরফে বড়ু বেগমকে (৭৫) চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে চালক আল আমিনও (২৬) মারা যান। ওই সময় ট্রাকে থাকা এক শ্রমিক আহত হন। বাঘারপাড়া থানার ওসি রিপন বালা বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ট্রাকচালক আল আমিন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার আবদুল লতিফের ছেলে। বরুয়া বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় মো. ইদ্রিস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চরচাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি একই এলাকার মৃত ইমতাজ মোল্লা ছেলে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট রেজাউল করিম জানিয়েছেন, সকালে রাস্তা পারাপারের সময় কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস ইদ্রিস মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।
পাবনা : পাবনায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আতাইকুলা থানার মধুপুর গ্রামের আবদুল হামিদ ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের রাজশাহী ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার মাধপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৬টার দিকে যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা পাবনা শহরের দিকে আসছিল। সিএনজিচালিত রিকশাটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুল হামিদ নামে একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেন নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন।