আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের আসতে হবে ইউনিফর্মে

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

আসন্ন এইচএসসি পরীক্ষায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ) ইউনিফর্ম পরিধান করতে হবে পরীক্ষার্থীদের। বরিশালে প্রথমবারের মতো এ পদ্ধতি চালু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এরই মধ্যে বিভাগের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নির্দেশনা প্রদান করেছে বোর্ড কর্তৃপক্ষ। তবে ইউনিফর্ম ব্যবহার করতে না পারলে মার্জিত পোশাক পড়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (কলেজ) শিক্ষার্থীদের জন্য নিজস্ব ইউনিফর্ম থাকা সত্ত্বে¡ও অধিকাংশ শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম ব্যবহার না করে নিজেদের পছন্দমতো পোশাক পরিধান করে আসে। আর এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কেন্দ্র কর্তৃপক্ষকে।