কণ্ঠশীলনের আয়োজনে শুক্রবার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব। সকালে গ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে ঢাকঢোল আর নানা রঙের বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
‘তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা সদস্য হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। কণ্ঠশীলনের সভাপতি আহমাদুল হাসান হাসনুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক মীর বরকত। উদ্বোধনী আয়োজন পরিচালনা করেন কণ্ঠশীলনের প্রশিক্ষক ও নির্দেশক গোলাম সারোয়ার।