আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

বেনাপোলে দেশি বিদেশি পাগলের অবাধ বিচরণ

বেনাপোল সংবাদদাতা
| দেশ

বেনাপোল সীমান্তে কয়েক দিন ধরে দেশি-বিদেশি নারী-পুরুষ পাগলের অবাধ বিচরণ চলছে। ভিন্ন ভাষাভাষী অজানা-অচেনা পাগলের অবাধ বিচরণে আতঙ্কে রয়েছেন সীমান্তের মানুষ। ভারত থেকে পাগল আসতে সীমান্তে কোনো বাধা দেয়া হচ্ছে না। তাদের কেউ কেউ সড়ক বা দোকানের পাশে ঘুমায়। বেনাপোল বড়আচড়া গ্রামের রিওন কবির জানান, ভারতসহ বিভিন্ন এলাকা থেকে আসা পাগল স্থানীয়দের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক পাগল পথচারীদের মারতে আসে। পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, এরা ভবের পাগল। তাই এদের সবাই মিলে সুরক্ষা দিতে হবে।