চাঁদপুরের মতলব পৌরসভার কলাদী এলাকার হিমেল নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, কলাদী এলাকার সাগর দাসের ছেলে হিমেল পরিবারের অন্য সদস্যদের অগোচরে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। লোকজন ও পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।