ক্রিকেটের বিপিএল পিছিয়ে নভেম্বরে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) জানুয়ারিতে করতে চায় আয়োজক সাইফ পাওয়ারটেক। এটা নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি; হবে আজ জরুরি সাধারণ সভা হওয়ার পর। তবে কাজ গুছিয়ে রাখছেন আয়োজকরা। ফ্র্যাঞ্চাইজি, বিদেশি খেলোয়াড় ও কোচদের ভিত্তিমূল্য চূড়ান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ২ কোটি টাকা, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ খরচ ধরা হয়েছে ১২ কোটি টাকা। বিদেশি ফুটবলারদের ভিত্তিমূল্য হবে ৪০ হাজার থেকে ৪৫ হাজার ডলার। প্রতি দল সাত বিদেশি নিবন্ধন করালেও খেলাতে পারবে পাঁচজনকে। খেলোয়াড় আসবেন লাতিন আমেরিকা ও ইউরোপ থেকে। কোচ ও ট্রেনার আসবেন ইউরোপ থেকে। কোচদের ভিত্তিমূল্য হবে ৪০ হাজার ডলার। তবে স্থানীয় ফুটবলারদের ভিত্তিমূল্য নির্ধারণ হয়নি।