দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে সতর্ক আছেন লুইস এনরিকে। বার্সেলোনার কোচ সাবধানে এগোচ্ছেন শিরোপার দৌড়ে। লা লিগা টেবিলে মাদ্রিদের এ ক্লাবের সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের। যে কোনো সময় এ ব্যবধান কমে যেতে পারে বলে দলকে সতর্ক করলেন এনরিকে। তবে রিয়াল মাদ্রিদকে নিয়ে কোনো দুশ্চিন্তায় নেই তিনি। ১০ ম্যাচ হাতে রেখে শীর্ষস্থানের চেয়ে ১২ পয়েন্ট পেছনে রিয়াল। দলটির কোচ জিনেদিন জিদানও স্বীকার করেছেন, ঘরোয়া শিরোপা হাতে নেয়া বেশ কঠিন।
ফরাসি কোচের স্বীকারোক্তির সুযোগ নিয়ে বার্সা কোচ জানান, তারা সিমিওনির দলকে নিয়েই বেশি ভাবছেন। গেটাফের সঙ্গে আজকের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো, যারা দ্বিতীয় স্থানে। এরপর ৩ নম্বরে থাকা রিয়াল।’ তবে গত ম্যাচগুলোর মতোই সামনে এগিয়ে যাওয়ার দৃঢ়তা দেখালেন তিনি, ‘যে পয়েন্টে আমরা এগিয়ে আছি, সেগুলো আমাদের অর্জন। কিন্তু এখনও অনেক কাজ বাকি।’