দেশের মাটিতে করিম বেনজেমার ইউরো খেলার আশা নিভে গেলেও আবার জ্বলে উঠেছে। জাতীয় দলে ডাক পাওয়া এখন ফরাসি তারকার জন্য সময়ের ব্যাপার বলা চলে। ব্ল্যাকমেইলের অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়া হয়েছে তাকে।
জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি যৌন টেপ নিয়ে বিতর্কে জড়ান বেনজেমা। তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়। মামলার প্রতিক্রিয়ায় আপিল করেছিলেন তিনি। তবে তদন্ত চলাকালে ভালবুয়েনার সঙ্গে কোনো যোগাযোগে মানা করেন আদালত। এতে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তার দল থেকেও বাদ দেন বেনজেমাকে। শেষ পর্যন্ত বিচারক নাটালি বোটার্ডের নির্দেশে ভার্সাইয়ের আপিল কোর্ট তার ওপর থেকে ওই নিষেধাজ্ঞা তুলে নেন। এ আদেশে রিয়াল মাদ্রিদের তারকার জন্য এখন দরজা খুলে দিতে পারে ফরাসি ফুটবল ফেডারেশন। তদন্ত চলায় গত ১০ ডিসেম্বর সাময়িক সময়ের জন্য বেনজেমাকে নিষিদ্ধ করেন এর প্রেসিডেন্ট নোয়েল লু গ্রায়েট।