সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শ্রীলঙ্কা সরকার। মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দেশটির জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে দায়িত্বশীলতার পরিচয় দিতে অনুরোধ করা হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারবে শ্রীলঙ্কাবাসী। ইস্টার সানডে পরবের দিন শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর গুজব ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার। ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হন। দ্য নিউইয়র্ক টাইমস