আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমানে ভোটের পরও সহিংসতা

কলকাতা প্রতিনিধি
| আন্তর্জাতিক

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট শেষ হতেই ভোট-পরবর্তী সহিংসতা ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমান জেলায়। বীরভূমের মল্লারপুরে সোমবার ভোটের দিন বিজেপির এক পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে ভোটের দিনেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটের দিনের ঘটনার জেরে মঙ্গলবার সকালে বাজারে যাওয়ার সময় বিজেপির এক পোলিং এজেন্ট কর্মীর ওপর হামলা চালায় তৃণমূল সমর্থকরা। অভিযোগ, ওই বিজেপি কর্মীর আঙুল কেটে নেওয়া হয়। এছাড়া আরেক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ ঘটনার পরই স্থানীয় বিজেপি কর্মীরা লাঠিসোটা নিয়ে এলাকার তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হন। অন্যদিকে বর্ধমান জেলার ভাতারে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তঃকোন্দলের জেরে উত্তাল হলো এলাকা। দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন চার তৃণমূল কর্মী।