আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আইএস নেতা বাগদাদির নতুন ভিডিও প্রকাশ

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করে তাকে তাদের নেতা আবু বকর আল বাগদাদি বলে দাবি করেছে। সোমবার প্রকাশিত ওই ভিডিওতে বাগদাদি বলে কথিত ওই ব্যক্তি আইএসের ভূখ- হারানোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি শ্রীলঙ্কা হামলার বিষয়ে কথা বলেছেন। বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষে বাগদাদির নাম থাকলেও ২০১৪ সালে ইরাকের মসুল শহরে তাকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। ওই সময় তিনি খেলাফতের ঘোষণা করেছিলেন। ২০১৮ সালের আগস্টে আইএস নেতার এক অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল। সোমবার আইএসের সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত আল ফুরকান ১৮ মিনিটের এ ভিডিও প্রকাশ করে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাগদাদির মাথার দাম আড়াই কোটি ডলার ধার্য করেছে। নতুন ভিডিও বার্তায় আল বাগদাদি সিরিয়ার বাগুজ শহরে আইএসের পরাজয় মেনে নিলেও প্রতিশোধের হুমকি দিয়েছেন। এদিকে আইএসের এ নতুন ভিডিও যাচাই করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি, ডয়েচে ভেলে