‘এগিয়ে যাওয়ার নেই মানা’Ñ সেøাগান সামনে রেখে ২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৯)। এটি চলবে ৩ মে পর্যন্ত। এবারের টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে আছেন অভিনেত্রী জয়া আহসান। এবার আরও একটি প্রতিষ্ঠানের দূত হলেন এ তারকা।
২৭ এপ্রিল শনিবার ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন জয়া আহসান। ওরিয়ন গ্রুপের করপোরেট অফিসেই চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী জয়া আহসান এখন থেকে ওরিয়ন ফুটওয়্যারের প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জয়া। দুই জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। হচ্ছেন সমাদৃতও। ১০ মে কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘কণ্ঠ’। ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।