আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বরিশাল পলিটেকনিক

ফরম পূরণ অনিশ্চিত ৮৪ শিক্ষার্থীর

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

অনুপস্থিতির কারণে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আট বিভাগের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের প্রায় ১৭৪ জন শিক্ষার্থীর ফরম পূরণের ওপর বিধি-নিষেধ আরোপ করেছিলেন কর্র্তৃপক্ষ। তবে নানা চাপে সোমবার এক সিদ্ধান্তে ৯০ শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দিলেও ৮৪ জনের ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ আছে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।  
সন্তোষজনক উপস্থিতি না থাকায় ২৫ এপ্রিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিধান অনুযায়ী ১৭৪ শিক্ষার্থীর ফরম পূরণে বিধি-নিষেধ আরোপ করে পলিটেকনিক কর্তৃপক্ষ। এ ছাড়া অনুপস্থিতির কারণে ৩০ মার্চ এবং ১ এপ্রিল অভিভাবকসহ উপস্থিত থাকতে বলা সত্ত্বেও তা অমান্য করেন অধিকাংশ শিক্ষার্থী। ফলে ১৭৪ শিক্ষার্থীর বিষয়ে এমন বিধি-নিষেধ আরোপ করে কর্র্তৃপক্ষ। ২৮ এপ্রিল ওই শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনে আন্দোলন করায় ২৯ এপ্রিল কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় নোটিশ প্রদান করে। পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, সিভিল ডিপার্টমেন্টের ১০ জন, ইলেকট্রিক্যালের ১৮ জন, পাওয়ারের ১২ জন, মেকানিক্যালের ১১১ জন, ইলেকট্রনিক্সের ১৫ জন, কম্পিউটারের ১৫ জন এবং ইলেকট্রো-মেডিকেলের ১৫ জনসহ মোট আট বিভাগের ৮৪ জন শিক্ষার্থীর ফরম পূরণে বিধি-নিষেধ বহাল রাখা হয়েছে।