আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বেতন কর্তনের প্রতিবাদ রংপুরে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ

রংপুর ব্যুরো
| নগর মহানগর

বেসরকারি শিক্ষকদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট সুবিধার নামে বেতনের ১০ শতাংশ কর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নগরীর টাউন হল চত্বরে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার আহ্বানে মঙ্গলবার দুপুরে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের অংশগ্রহণে এ কমসূচির আয়োজন করা হয়। 
শিক্ষক সমিতি জেলা শাখার সহ-সভাপতি শিক্ষক নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপদেষ্টা মাসুম হাসান, প্রচার সম্পাদক রফিকুজ্জামান প্রমুখ। নেতারা সমাবেশে বলেন, আকস্মিকভাবে বেতনের ১০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায় ও অযুক্তিক। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত স্থগিত করে শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানান।