আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বিএনপির ৫ এমপি সংসদীয় কমিটিতে

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

বিএনপির সদ্য শপথ নেওয়া পাঁচ এমপিকে অন্তর্ভুক্ত করে পাঁচটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধান হুইপ নূর-এ আলম চৌধুরীর প্রস্তাবমতো কণ্ঠভোটে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় 

স্থায়ী কমিটিতে মো. হারুনুর রশীদ, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মো. আমিনুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মোশাররফ হোসেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাহিদুর রহমান এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উকিল আবদুস ছাত্তার ভূঁইয়াকে সদস্য হিসেবে রাখা হয়েছে।