কিশোরগঞ্জের ইটনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের একদিন পর মঙ্গলবার আহত গৃহবধূ নূরুন্নাহার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইটনা উপজেলার গজারিয়া গ্রামের ফাইজুর রহমানের স্ত্রী। ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, সোমবার বিকালে নূরুন্নাহারের ছেলে হাওর থেকে ট্রলিতে করে ধান নেওয়ার সময় ট্রলিটি এক ব্যক্তির গোবরের চটার ওপর উঠে গেলে দুইপক্ষের তর্কবিতর্ক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে নূরুন্নাহার গুরুতর আহত হন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ওসি।