ইটের ব্লক দিয়ে বিষখালীর ভাঙন রোধের দাবিতে মঙ্গলবার বরগুনায় মানববন্ধন- আলোকিত বাংলাদেশ
সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর, সাপা ও ইটবাড়িয়া গ্রামের বিষখালি নদীর তা-বে ভেঙে যাওয়া বেড়িবাঁধ ব্লক দিয়ে টেকসই করে পুনর্নির্মাণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী। বক্তারা বলেন, এরই মধ্যে নলী বন্দরে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের প্রথম অফিস, স¦াস্থ্য কেন্দ্রসহ বেশকিছু অবকাঠামো ভেঙে কয়েক কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বক্তারা উল্লেখ করেন, ভাঙন প্রতিরোধে ব্লক ফেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে, নলী বন্দর, সাপা, ইটবাড়িয়া, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।