আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আবারও পতন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

এক দিনের ব্যবধানে সোমবার আবারও পতনের মাধ্যমে উভয় শেয়ারবাজার লেনদেন শেষ করেছে। কমেছে অংশ নেওয়া বেশিরশতাংশ শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ পয়েন্টে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৭৩ লাখ ২ হাজার টাকার, যা গেল কার্যদিবস থেকে ৫৬ কোটি টাকা কম। গেল কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকা। ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫ শতাংশ বা ৫০টির, কমেছে ৭৭ শতাংশ বা ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ বা ৩০টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড।