আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বাংলাদেশের নিচে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার
| খেলা

ক্রিকেট বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া; এবারও তারা হট ফেভারিট। তবে তাদের চেয়ে এগিয়ে থেকে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ! সামনে বিশ্বকাপ এমন সময়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর লাল-সবুজ ক্রিকেটাররা। বিশ্বকাপে তারা যাবে এ আত্মবিশ্বাস নিয়ে। সেই সঙ্গে আরও একটি পরিসংখ্যান সাহস জোগাতে পারে টাইগারদের! তবে পরিসংখ্যানটা দেখলে হয়তো চোখ কপালেই উঠবে। কি সে পরিসংখ্যান? ২০১৮ সাল থেকে ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ম্যাচে জয়ের হিসাব। এই সময়ে ২৭টি ওয়ানডে খেলে ১৭টি জিতেছে বাংলাদেশ। হার-জিত হিসেবে সেরা দলগুলোর মধ্যে তালিকায় তিন নম্বরে বাংলাদেশ। আর বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অবস্থান কোথায় জানেন? প্রথম পাঁচেও নেই, আট নম্বরে! এই সময়ে ২৬টি ম্যাচ খেলেছে অজিরা, জিতেছে ১১টি। সেরা ১০ দলের মধ্যে তাদের পরে আছে কেবল আয়ারল্যান্ড ও পাকিস্তান। ২৩ ম্যাচে ১১টি জিতেছে আয়ারল্যান্ড, পাকিস্তান ৩৩ ম্যাচে পেয়েছে ১০ জয়।