জাতীয় চিড়িয়াখানায় আনা হচ্ছে তিন প্রজাতির নতুন ১১ প্রাণী। ঈদুল ফিতরের আগেই দক্ষিণ আফ্রিকা থেকে এসব প্রাণী আনা হবে বাংলাদেশে। এবার ঈদে দর্শনার্থীরা চিড়িয়াখানায় গেলে নতুন চারটি রয়েল বেঙ্গল টাইগার, তিনটি ক্যাঙ্গারু, দুটি চিতা ও দুটি ইমপালা হরিণ দেখতে পাবেন। এরই মধ্যে এসব প্রাণী রাখার জন্য কয়েকটি খাঁচা খালি করে রং করা হয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর ডা. এসএম নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নতুন প্রাণী আনার জন্য নতুন কোনো প্রকল্প নেই। সাধারণ বাজেট থেকে নতুন ১১টি প্রাণী আনা হচ্ছে। এগুলো আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রাণীগুলোকে বিমানে করে দেশে আনা হবে।