আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ব্রাজিলে বারে ঢুকে গুলি, নিহত ১১

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

ব্রাজিলে একটি মদের দোকানে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার পারা রাজ্যের বেলেম শহরে এ ঘটনা ঘটে। এ বন্দুক হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। গাড়ি ও মোটরসাইকেল যোগে আসা ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মুখোশ পরা ছিল, তাদের গুলিতে ছয় নারী ও পাঁচ পুরুষ নিহত হন। প্রায় সবারই মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। পারা রাজ্যের মুখপাত্র এ হত্যাযজ্ঞের কথা নিশ্চিত করেছেন। গুলির ঘটনার পর ধারণ করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে নিহত লোকজন দোকানটির মেঝেতে পড়ে রয়েছেন, মৃত এক নারী বারের কাউন্টারের ওপর পড়ে আছেন। দ্য গার্ডিয়ান, বিবিসি