আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

দিনাজপুরে ৩৮০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ

দিনাজপুর প্রতিনিধি
| দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সাতটি গ্রামের ৩৮০টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। রোববার রাতে বীরগঞ্জ উপজেলার মাটিয়াকুড়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।  মোহনপুর ইউনিয়নের ছিট ভগিরপাড়া, মাটিয়াকুড়া, মিরাটঙ্গী, চকমহাদেব, বড়হাট, চকদফর মোহনপুর পুকুর পাড়া ও পশ্চিম জোতরঘু গ্রামে ৩৮০টি বাড়ির নতুন বিদ্যুৎ প্রদান করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মনোরঞ্জনশীল গোপাল।