আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
| দেশ

অভিনব পদ্ধতিতে তেলের ট্যাঙ্কিতে করে পাচারকালে অর্ধ লাখ পিস ইয়াবা জব্দ করেছেন র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় সোমবার ভোররাতে এ অভিযান চালানো হয়। 
এ সময় ট্রাকচালক তারেক হোসেন ও হেলপার শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। রামু র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কক্সবাজারের টেকনাফ এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা ট্রাকযোগে কক্সবাজারের দিকে আসছে এমন খবর পেয়ে সোমবার ভোররাতে সদরের লিংক রোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। লিংক রোডের টেকনাফ রোডের হাজী গফুর মার্কেট সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে বসানো চেকপোস্ট টেকনাফ থেকে আসা ট্রাকটিকে থামায়। 
এ সময় চালক ও হেলপারকে আটকের পর ট্রাকের তেলের ট্যাঙ্কি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলায় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।