আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মোদির বিশাল জয়ে মায়ের উচ্ছ্বাস

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

এবারের লোকসভা নির্বাচনে বিশাল জয় পেয়ে আরও একবার ক্ষমতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বিশাল জয়ের খবর শুনে উচ্ছ্বসিত তার মা হীরাবেন। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাতটি দফায় অনুষ্ঠিত হয় ভারতের লোকসভা নির্বাচন। বড় ব্যবধানে মোদির ক্ষমতায় আসার খবর পেয়ে গুজরাটের গান্ধীনগরে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন তিনি। 

উচ্ছ্বাস প্রকাশ করে ছেলের জয়ের জন্য সংবাদ মাধ্যমকেও কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে গেল এপ্রিলের শেষ সপ্তাহে ৯৮ বছর বয়সি মায়ের কাছে গিয়েছিলেন মোদি। ওই দিন মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আহমেদাবাদের ভোটকেন্দ্রে যান ভারতের প্রধানমন্ত্রী। নিজের সন্তান আবারও দেশের দায়িত্ব নিতে চলেছেন, এ গর্বই এখন বারবার ঘুরেফিরে আসছে মোদির মা হীরাবেনের মনে। এদিকে মোদির জয়ের জন্যই বৃহস্পতিবার সকালে মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন তার স্ত্রী যশোদাবেন। ওয়ানইন্ডিয়া