ফেব্রুয়ারিতে ভারতীয় সেনার কনভয়ে জঙ্গি হামলার পর থেকে জঙ্গি দমন নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় কাশ্মীরজুড়ে। এরই মধ্যে লোকসভা নির্বাচনের ভোটপর্ব সম্পন্ন হয়। আর সেই ভোটপর্বেও জঙ্গিদের নজর ছিল। তবে সব বাধা কাটিয়ে ভোটে অংশ নিয়েছে জম্মু-কাশ্মীর। এবার নির্বাচনে কাশ্মীরে পিডিপির ঝুলিতে কিছুই নেই। কার্যত বিজেপির হাত ছাড়ার পর থেকেই মেহবুবা মুফতির পিডিপি এখন ব্যাকফুটে। ভোটের ফলাফল আসতেই মেহবুবা মুফতি টুইট বার্তায় বিজেপিকে শুভেচ্ছা জানান, পাশাপাশি কংগ্রেসের একজন অমিত শাহ দরকার বলেও মন্তব্য করেন মুফতি। অন্যদিকে, বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও। ওয়ানইন্ডিয়া