লোকসভা নির্বাচনে বিশাল জয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা ষ সংগৃহীত
লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয়ে দলের ২০ হাজার কর্মীকে রাজধানী নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা দিতেই ডেকে পাঠানো হয়েছে তাদের। এরই মধ্যে উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে বিজেপি হেডকোয়ার্টারে। বৃহস্পতিবার সকাল থেকেই যজ্ঞ চলছে বিজেপির হেডকোয়ার্টারের সামনে। সেখানে নরেন্দ্র মোদির জন্য করা হচ্ছে প্রার্থনা। মোদিকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। ২০ হাজার কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোদিকে স্বাগত জানানোর কথা ওই কর্মীদের। এদিকে বিজেপির বিজয়ী নেতাদের ২৫ মে’র মধ্যে দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩ শতাধিক আসন জয়ে বিজয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মোদির এ বিশাল জয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা। এনডিটিভি, আনন্দবাজার