রাজশাহীতে ফেনসিডিলসহ শহিদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, শহিদুল ইসলামের কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শহিদুল শ্যামপুর এলাকার আবদুল মালেকের ছেলে।