আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদা আদায়ের কাজটা কঠিন হলো

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

একরাশ আনন্দের সঙ্গে গভীর চিন্তায় রয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের ‘জায়ান্ট কিলার’ জগন্মোহন রেড্ডি। বিধানসভা ও লোকসভা ভোটে বিপুল জয় হয়েছে তার মাত্র আট বছরের দল ওয়াইএসআর কংগ্রেসের। তাদের দাপটে উড়ে গেছে চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। কিন্তু রেড্ডির চিন্তা, অন্ধ্রের জন্য ‘বিশেষ’ রাজ্যের মর্যাদা কি আদায় করে আনা সম্ভব হবে কেন্দ্রের কাছ থেকে? সেই দাবিই তো অন্ধ্রের মানুষের কাছে তাকে আলাদা পরিচিতি দিয়েছে। জগন বলেছেন, মানুষ আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। আমাদের বিপুলভাবে জিতিয়েছেন। ফলে, আমাদের দায়িত্বও এখন অনেকটাই বেড়ে গেছে। বেড়ে গেছে সেই দায়িত্ব পালনের চিন্তাটাও। আনন্দবাজার