আজকের পত্রিকাআপনি দেখছেন ৩১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

চাল পেয়ে খুশি জহিরন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
| দেশ

চাল পেয়ে খুশি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বৃদ্ধা জহিরন। ছবিটি বৃহস্পতিবার তোলা - আলোকিত বাংলাদেশ

ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় গরিব মানুষের জন্য সরকারের দেওয়া ভিজিএফের ১৫ কেজি চাল পেয়ে মহাখুশি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের মৃত আফসের আলীর স্ত্রী বৃদ্ধা জহিরন। বয়সের ভারে নিজে চলতে না পারলেও ১৫ কেজি চালের আশায় তীব্র গরম উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ ভবনে চাল নিতে আসেন তিনি।  চাল পেয়ে বৃদ্ধা জহিরন জানান, এই ১৫ কেজি চাল দিয়েই এবার আমার ঈদ কাটবে। আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে চেয়ে খাই। তাই এসময় চালটা পেয়ে আমার খুব উপকার হয়েছে। 
কয়েকটা দিনতো পেটভরে ভাত খেতে পারব। এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, মূলত ঈদের উৎসব প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিলিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার এই কর্মসূচি চালু করেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোট ৭টি ইউনিয়নে ১৪ হাজার ৩৮৫টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেককে ১৫ কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।