আজকের পত্রিকাআপনি দেখছেন ৩১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ঈশ্বরদীতে কিশোরী উদ্ধার, তিন পাচারকারী আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
| দেশ

পাবনার ঈশ্বরদীতে ভারতে পাচারের উদ্দেশে টাঙ্গাইল থেকে আনা এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর থানায় দায়েরকৃত মামলায় মোবাইল ট্র্যাকিং করে পুলিশ বুধবার রাতে ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে কিশোরীকে উদ্ধার ও পাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে। উদ্ধারকৃত কিশোরী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেনÑ কলকাতার ঘোষপুকুর এলাকার পরেশ চন্দ্র দাশের মেয়ে জয়িতা মান্না ওরফে পিউ ওরফে খাদিজা, কলকাতা বিরাটি হাউজিং এস্টেট এলাকার মহানন্দা বিশ্বাসের মেয়ে সানন্দা বিশ্বাস ও ঈশ্বরদীর স্কুলপাড়ার মৃত সুনীল দাশের ছেলে বিশ্বজিৎ দাশ।
উদ্ধার হওয়া কিশোরী ও আটক পাচারকারী সদস্যদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, চক্রটি ওই কিশোরীকে ফ্যাশন ডিজাইনার বানানোর প্রলোভন দিয়ে ভারতে পাচারের উদ্দেশে টাঙ্গাইল থেকে ঈশ্বরদীতে নিয়ে আসে। মঙ্গলবার রাতে তারা শহরের স্কুলপাড়ার বিশ্বজিৎ দাশের বাড়িতে ওঠে। বুধবার সারা দিন ঘোরাঘুরি করেও পাচার করতে না পারায় তারা ওই কিশোরীকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বাস টার্মিনালে অপেক্ষা করছিল। এসময় মোবাই ট্র্যাকিং করে ঈশ্বরদী থানা পুলিশ কিশোরীকে উদ্ধার এবং তিন পাচারকারীকে আটক করে।