বুরুন্ডি, মরিশাস, সিশেলসÑ বঙ্গবন্ধু গোল্ডকাপে আফ্রিকার এ তিন দলের অন্তর্ভুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কে মেতেছেন সমালোচকরা। কিন্তু বুরুন্ডি ও মরিশাসের ফুটবল মান যে ভালোই, বৃহস্পতিবার দেখা গেল দুই দলের ম্যাচে। বুরুন্ডি ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও শেষ বাঁশি পর্যন্ত মরিয়া হয়ে খেলেছে মরিশাস! তবে দুই দলের খেলোয়াড়ি মনোভাবের চেয়ে বেশি আলোচনা হয়েছে বুরুন্ডি ফরোয়ার্ড জসপিন সিমিরিমানা, হ্যাটট্রিক করে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন। এ জয়ে বুরুন্ডির সেমিফাইনাল প্রায় নিশ্চিতই, শনিবার সিশেলসের বিপক্ষে না হারলেই শেষ চারে। অথচ তৃতীয় মিনিটে ফ্রানকুইসের গোলে লিড নিয়েছিল মরিশাস; ২৮ মিনিটে ১-১ করে হ্যাটট্রিক গোল শুরু করেন জসপিন; ৪৭ ও ৮৫ মিনিটে করেন পরের দুটি। মাঝে ৪১ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে ২-১ করেন নিকুমানা। বঙ্গবন্ধু গোল্ডকাপে এটি চতুর্থ হ্যাটট্রিক; এর আগে ১৯৯৯ সালে দ্বিতীয় আসরেই তিনটি হ্যাটট্রিক দেখেছিলেন দর্শক, করেছিলেন হাঙ্গেরির ক্যারোলিট এফসির ঝল্ট সিটকু, দক্ষিণ কোরিয়া যুব দলের লি চুন-সু (৪টি) ও জাপান এফএর মাতসুকি।