আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

নিহত ইরানি যাত্রীদের দাফন সম্পন্ন

ইউক্রেনীয় বিমান ভূপাতিত

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

 

ইউক্রেনীয় বিমান ভূপাতিতের ঘটনায় নিহত ইরানি যাত্রীদের দাফন সম্পন্ন করা হয়েছে। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২-র বেশিরভাগ আরোহীই ইরানি বা ইরান-কানাডা দ্বৈত নাগরিক। তাদের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন যারা বিদেশে পড়াশোনা করতেন। ছিল প্রবাসী বেশ কয়েকটি পরিবার, যারা দেশে স্বজনদের মধ্যে ছুটি কাটিয়ে বাড়িতে ফিরছিলেন। নিহতদের অনেককে তেহরানের দক্ষিণে বেহেশত-ই জাহরা গোরস্তানে দাফন করা হয়েছে। অন্যদের লাশ বিদেশে পাঠানো হবে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। ৮ জানুয়ারি ইরানের ‘ভুল করে’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানটি ধ্বংস হয়। এতে বিমানের ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। নিহতদের মধ্যে বেশিরভাগই ইরান ও কানাডার নাগরিক। শুরুতে বিমানে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলেও পরে চাপের মুখে সত্য প্রকাশ করতে বাধ্য হয় ইরান কর্তৃপক্ষ। কানাডার পরিবহনমন্ত্রী মার্ক গার্নাউ জানিয়েছেন, ইরানে যাওয়া কানাডীয় তদন্তকারীরা তেহরানের কাছে বিমানের বিধ্বস্ত হওয়ার স্থানটি পরিদর্শন করেছেন এবং বুধবার তাদের বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখার কথা রয়েছে। আলজাজিরা