আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

প্রথম ট্রিপল মুনিরের

স্পোর্টস রিপোর্টার
| খেলা

 

 বিসিএলে ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। শুধু ট্রিপলেই থামেননি তিনি, রকিবুল হাসানের (৩১৩) কীর্তিকে দুইয়ে নামিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ফার্স্ট ক্লাস ম্যাচের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন, ৩৩৪*।
হালের ক্রিকেটপ্রেমীদের ধারণা বাংলাদেশের ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি দুটিই! তবে ঘরোয়া লংগার ভার্সন ম্যাচ ট্রিপল সেঞ্চুরি আছে আরেকটি, সেটি জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তারিকউজ্জামান মুনিরের। ঘটনাটা প্রায় ৩৫ বছরের পুরোনো, টেস্ট স্ট্যাটাস কি, বাংলাদেশ তখন প্রথম ওয়ানডে ম্যাচটাও খেলেনি। সহযোগী দেশ হিসেবে খেলত আইসিসি ট্রফি। ১৯৮৫-৮৬ সালে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে, ম্যাচ হতো তিন দিনের। ধানমন্ডি ক্রিকেট মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে সেমিফাইনালে ৩০৮ রানের ইনিংস খেলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনির। আতহার আলীর সঙ্গে ৪৫৮ রানের বড় পার্টনারশিপ গড়েন তিনি, যেখানে আতহারের রান ছিল ১৫৮।