‘সুস্থ সবল জাতি চাই-পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। জেলা প্রশাসন ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) আয়োজনে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় রোববার বেলা ১১টায় রসিক প্রধান ফটক থেকে জনসচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। র্যালি নগরীর প্রধান সড়ক হয়ে সিটি বাজারে প্রবেশ করেন এবং বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করেন। র্যালি শেষে সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবীর, রসিক সচিব রাশেদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ্ জালাল খন্দকার, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মাসুম মিয়া ও রংপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন প্রমুখ।