৬৯-এর গণআন্দোলনে বরিশালের রাজপথে ইপিআরের গুলিতে প্রথম নিহত আসমত আলী খান ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র শহীদ আলাউদ্দিনের স্মৃতি রক্ষায় রাজপথে নেমেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা শহীদ আলাউদ্দিনের নামে নির্মাণাধীন পায়রা সেতুর নামকরণ করার দাবি জানিয়েছেন। এ উপলক্ষে নগরীতে রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, একে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু প্রমুখ।