আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

গাজীপুরে বুকে রড বিঁধে ট্রেনযাত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
| দেশ

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনের পাশে হোম সিগন্যালের রড বুকে বিঁধে চলন্ত ট্রেনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আমিন (২৫) জামালপুরের ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর মিয়ার ছেলে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মান্নান জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূর আমিন। তিনি চলন্ত ট্রেনে থাকা অবস্থায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে শরীর ও মাথা বাইরে রেখে একটু ঝুলে যাচ্ছিলেন। এমতাবস্থায় ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের দক্ষিণে থাকা হোমসিগন্যালের একটি রড তার বুকে গেঁথে গিয়ে তাতেই আটকে গিয়ে নিচে পড়ে যান।