ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালী মীরের হাট এলাকায় অর্ধশত পরিবারকে বসতবাড়ি থেকে বিতাড়িত করতে হয়রানি করার অভিযোগে মঙ্গলবার পুটিয়াখালী বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের শতাধিক সদস্য। স্থানীয় ইউপি সদস্য গোলাম ফারুক বলেন, দীর্ঘদিন ধরে দরিদ্র পরিবারগুলোকে বসতঘর থেকে বিতাড়িত করতে হয়রানি করা হচ্ছে। তাই আজ সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমিও এ প্রতিবাদে শামিল হয়েছি। অভিযুক্ত নাজমুল মুন্সি বলেন, আমার বাবা কাউকে জমি দেননি। আমি কাউকে হয়রানিও করছি না। এ বিষয়ে আমি আদালতে উচ্ছেদ মামলা করেছি।