আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর - নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| শেষ পাতা

বন্দরের পাশাপাশি বাংলাদেশের কৃষি, ওষুধ শিল্প, গার্মেন্ট পণ্য, সামুদ্রিক খাবার, নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর। মঙ্গলবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকাস্থ সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ এর নেতৃত্বে প্রতিনিধি দলের এক সভায় দেশটি এমন আগ্রহ দেখায়। বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী এ কথা জানান। 
চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনালের জন্য ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। এরপর চট্টগ্রাম বন্দরের বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর এবং সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
ফিজিবিলিটি স্টাডি চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবে। যাতে করে সিঙ্গাপুর তাড়াতাড়ি তাদের প্রস্তাব জমা দিতে পারে। 
পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি (পিএসএ) বে-টার্মিনালের ‘২/৩টি জেটিসহ প্রথম কনটেইনার টার্মিনাল’ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। পিএসএ কর্তৃপক্ষ দ্রুত তাদের প্রস্তাব সাবমিট করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট প্রকিউরমেন্ট (পিপিপি) কর্তৃপক্ষ যৌথভাবে অ্যাকশন প্লান/টাইমলাইন তৈরি করে পিএসএ’র সঙ্গে শেয়ার করবে। সিঙ্গাপুর বে-টার্মিনাল নির্মাণের পাশাপাশি লজিস্টিকস খাতেও বিনিয়োগ করতে চায়। হাইকমিশনার বাংলাদেশ থেকে বালু আমদানির বিষয়ে সে দেশের ব্যবসায়ীদের উৎসাহী করবে।
সিঙ্গাপুর প্রতিনিধি দল নৌপ্রতিমন্ত্রীকে জানায়, তারা তাদের দেশের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়ানোর জন্য পরামর্শ দেবে। সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষের আঞ্চলিক প্রধান নির্বাহী ওয়ান চি ফুং এবং নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।