আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

কুমিরের গলায় আটকা টায়ার খুলবে কে?

অ ন্য র ক ম

আলোকিত ডেস্ক
| শেষ পাতা

নোনা পানির কুমির। লম্বায় প্রায় ১৩ ফুট। ২০১৬ সাল থেকে কুমিরটির গলায় আটকে রয়েছে মোটরসাইকেলের একটি টায়ার। এর আগে বন্যপ্রাণী সংরক্ষণের কর্মীরা চেষ্টা করেও তা খুলতে পারেননি। সেই কুমির ফের এসেছে তীরে। সেই ছবি পোস্ট করেই সে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলায়েসির ন্যাচরাল রিসোর্সেস কনজারভেশন এজেন্সি একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই প্রতিযোগিতার চ্যালেঞ্জ, কুমিরের গলায় আটকে থাকা টায়ার খুলে আনতে হবে। তবে এর জন্য পুরস্কার মূল্য কত তা অবশ্য জানানো হয়নি।
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলায়েসির পালু নদীতে ২০১৬ সালে প্রথম দেখা গিয়েছিল বিশালাকার ওই কুমিরকে। এরপর যখন দেখা গেছে বিভিন্ন কৌশলে চেষ্টা করা হয়েছে তার গলা থেকে টায়ার খোলার। কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে সে চেষ্টা। ২০১৮ সালে মুরগির টোপ দিয়ে তাকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলেওতাতে পা দেয়নি ওই কুমির। যদিও এ প্রতিযোগিতায় সাধারণ মানুষকে না আসারই পরামর্শ দিয়েছেন ওই কনজারভেটিভ এজেন্সির প্রধান হাসমুনি হাসমার। এ বিষয়ে তিনি বলেছেন, আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি কুমিরের কাছে না যেতে ও তাকে বিরক্ত না করতে। যদিও ওই টায়ার জন্তুটির ধীরে ধীরে কতটা ক্ষতি করছে, সে কথাও জানিয়েছেন তিনি। আনন্দবাজার