আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

বরিশালে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে বরিশাল থেকে মোটরসাইকেল চুরি করে খুলনায় পাঁচার করত। সম্প্রতি নগরীর কাউনিয়া এলাকায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগের সূত্র ধরে পুলিশ চোর চক্রের সন্ধান পায়। বরিশাল নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. খাইরুল আলম তার দপ্তরে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।  

গ্রেপ্তাররা হচ্ছে বরিশাল শহরের পশ্চিম কাউনিয়া এলাকার কাঞ্চন আলীর  ছেলে আল আমিন, বাগেরহাটের  মংলার সিগনাল টাওয়ার এলাকার মো. হারুন হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার ও খুলনার ফুলতলার দামুদার এলাকার মৃত আহম্মদ দপ্তরির ছেলে রবিউল ইসলাম। 
পুলিশের দেওয়া তথ্যমতে, ২১ জানুয়ারি রাতে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা লাবু খান নামক এক ব্যক্তির ইয়ামাহা কোম্পানির এফজেড ভার্সন-৫ মোটরসাইকেলটি বাসার গেটের তালা ভেঙে দৃর্বৃত্তরা নিয়ে যায়।