আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
| দেশ

ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে বৃহস্পতিবার দুপুরে লিটন মিয়া নামে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। লিটন  পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম কামারগ্রামের সৈয়দ মিয়ার ছেলে। জানা যায়, লিটন কিছু দিন ধরে কলেজে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন কলেজের ভেতরে গিয়ে ক্যানটিনের সামনে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।