গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২২২ কোটি ৬ লাখ ৩১ হাজার ১৭৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৬ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭ দশমিক ০৪ শতাংশ। এর মাধ্যমে লাফার্জ হোলসিম ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে। গেল সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৬৩ কোটি ৯৮ লাখ ৩ হাজার টাকার খুলনা পাওয়ারের এবং ৫৯ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে সামিট পাওয়ার।
এছাড়া এডিএন টেলিকমের ৫৯ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫২ কোটি ৪৬ লাখ ৯১ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৭ কোটি ৭১ লাখ ৬৯ হাজার টাকার, বিবিএস কেবলসের ৪৬ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকার, এসএস স্টিলের ৪১ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৪০ কোটি ৯ লাখ টাকার এবং স্কয়ার ফার্মার ৩৮ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।